সংক্ষিপ্তসার:
বাংলাদেশে গনতান্ত্রিক-সমাজতান্ত্রিক, বাম গণতান্ত্রিক ও উদার ধর্মভিত্তিক রাজনৈতিক দল কার্যকর আছে। গবেষণাটি কেবলমাত্র ইসলামী রাজনৈতিক দলের মধ্য থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে গবেষণার নমুনা হিসাবে গ্রহণ করেছে আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি বিশ্লেষণ করার জন্য। দলটির ঢাকা মহানগরী দক্ষিণকে গবেষণাস্থল নির্বাচিত করে স্বাধীন নমুনায়ন পদ্ধতিতে প্রতিনিধিত্বশীল ১০টি সাংগঠনিক থানার তথ্যের আলোকে গবেষণাটি সম্পাদন করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায় দলটি প্রধানত তার অভ্যন্তরীণ জনশক্তির নিকট থেকে প্রাপ্ত চাদাঁ (এয়ানত) ও শুধী-শুভাকাংখীদের দান-অনুদানের মাধ্যমেই তহবিল সংগ্রহ করে থাকে। সাধারণ জনগণও তাদের বিশেষ সময়ের তহবিল সংগ্রহে সহযোগিতা করে। দলটি দলীয় রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি অধিকহারে সমাজকল্যাণমূলক কাজে বিপুল অর্থ ব্যয় করে থাকে। তাদের এ ধরনের সমাজকল্যাণমূলক কাজ জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। ব্যয় ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিতে দলটি প্রতিবছর হিসাববিজ্ঞানে অভিজ্ঞতাসম্পন্ন জনশক্তি দিয়ে নিরীক্ষা বা অডিট সম্পন্ন করে থাকে। সকল ধরনের হিসাব বিবরণী পেশাদরীত্বের সাথে সংরক্ষিত হয় মনোনিত অর্থ সম্পাদকের মাধ্যমে। গবেষণাপত্রটিতে দলটির জন্য কতিপয় সুপারিশ প্রদান করা হয়েছে।

আলোচিত মৌলিক শব্দঃ সাংগঠনিক, ইসলামী রাজনৈতিক দল, অর্থব্যবস্থা, বায়তুলমাল, অডিট

PDF